রাজধানীতে জঙ্গি সন্দেহে দুজন আটক
রাজধানীতে একটি জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়।
ওই দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১৬টি গুলি ও বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিনুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন ওই দুই সদস্যকে আটক করা হয়।