জামালপুর অর্থনৈতিক অঞ্চলের জমির ন্যায্যমূল্য দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/05/03/photo-1493828360.jpg)
জামালপুর অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে আজ বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন জমির মালিকরা। ছবি : এনটিভি
বাস্তবায়নাধীন জামালপুর অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা।
আজ বুধবার সকালে সদর উপজেলার সুলতাননগর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সেখানে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জামালপুর অর্থনৈতিক অঞ্চলের জন্য ছয়টি মৌজায় প্রায় ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ছয়টি মৌজার মধ্যে মহাসড়ক থেকে অপেক্ষাকৃত দূরের দুটি মৌজায় শতাংশপ্রতি জমির দাম নির্ধারণ করে ৬৬ হাজার ১০২ টাকা।
‘অথচ মহাসড়কের কাছের সুলতাননগর ও রঘুনাথপুর মৌজার জমির দাম নির্ধারণ করা হয়েছে অর্ধেক, ৩৩ হাজার ১৫ টাকা।’
এ অবস্থায় জমির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন মালিকরা। জমির ন্যায্যমূল্য না পেলে জমি ছাড়বেন না বলেও ঘোষণা দেন মালিকরা।
সংবাদ সম্মেলনের পরে জমির মালিকরা সুলতাননগর সড়কে আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।