বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সরোয়ার শেখ (৪৫) চিংড়িঘের ব্যবসায়ী ছিলেন। তিনি মধ্যপুর গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সরোয়ার ও তাঁর ভাই রশিদসহ ১০ জন আহত হন।
আহতদের মধ্যে তাহমিনা বেগম (৩৫), পলাশ শেখ (৩০), বাবু শেখ (২০) ও কাইয়ুম শেখকে (২৪) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শেখ মিরাজুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বেলা সাড়ে ১০টার দিকে সরোয়ার শেখ মারা যান।
আহত তাহমিনা জানান, ওমর আনোয়ারের ছেলে সোহাগ শেখ পক্ষের সঙ্গে আজ সকালে একই জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহাগ শেখের চাচা সরোয়ার নিহত হন ও অপর চাচা রশিদ আহত হন।
এ ছাড়া এই জমি নিয়ে ২০১৫ সালে নিহত সরোয়ার শেখের অপর ভাই ওমর আনোয়ার একইভাবে নিহত হন। ওই মামলা আদালতে এখনো বিচারাধীন রয়েছে।