সুন্দরবনে ‘বড় ভাই বাহিনী’র দুজন আটক

সুন্দরবনের জোংড়ার খাল এলাকা থেকে ডাকাত ‘বড় ভাই বাহিনী’র দুই সদস্যকে আটক করার দাবি করেছে র্যাব ৮-এর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি র্যাবের।
আজ শনিবার দুপুরে মোংলার জোংড়ার খালে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন, খলিল শেখ (৩২) ও নজরুল ইসলাম মোল্লা (৪২)। তাঁদের বাড়ি বাগেরহাটের রামপালের সুলতানিয়া ও কালিকাপ্রসাদ গ্রামে।
র্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এসব তথ্য জানান। তিনি বলেন, দস্যু দমনে আজ দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) পশুর নদীসংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় বাইনোকুলারের মাধ্যমে বনের ভেতরে দস্যুদের অবস্থান বুঝতে পারা যায়। পরে র্যাব সদস্যরা বনে প্রবেশ করেন।
মেজর আদনান কবির বলেন, বনের ভেতর র্যাবের সদস্যরা প্রবেশ করা মাত্রই দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ‘বড় ভাই বাহিনী’র ওই দুই সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি দোনলা বন্দুক, দুটি বিদেশি কাটা রাইফেল ও ১৯টি গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের অস্ত্র-গুলিসহ খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আদনান কবির বলেন, বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র পাঁচ থেকে ছয়জন সদস্য জোংড়া খালে অবস্থান করছে এমন তথ্য ছিল র্যাবের কাছে। ওই তথ্যের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুজন আটক হলেও র্যাবের অবস্থান বুঝতে পেরে অন্যরা পালিয়ে যায়। তাদেরও ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।