সড়ক দুর্ঘটনায় রৌমারী প্রেসক্লাবের সভাপতি নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/05/07/photo-1494161675.jpg)
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু (৪৬) নিহত হয়েছেন। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের রসুলপুর এলাকায় চুনিয়ারপাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক রাজু (৪৬) ইংরেজি দৈনিক ট্রাইব্যুনাল ও দৈনিক বর্তমানের উপজেলা প্রতিনিধি ছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবু সাঈদ জানান, আব্দুর রাজ্জাক রাজু স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে রৌমারী ফিরছিলেন। এ সময় উলিপুর উপজেলার চুনিয়ারপাড় এলাকায় পেছন দিক থেকে গরু বোঝাই একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রাজ্জাককে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই রাজ্জাক মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুভাষ চন্দ্র।
রাজ্জাকের স্ত্রী ও সন্তান সুস্থ আছে বলে জানা যায়। নিহত রাজ্জাক এক ছেলে ও এক মেয়ের জনক।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, রৌমারী প্রেসক্লাব, চিলমারী প্রেসক্লাব, উলিপুর প্রেসক্লাব, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ সব সাংবাদিক, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।