জেল থেকে বেরিয়ে মেয়ের বাবাকে কোপ উত্ত্যক্তকারীর!

মেয়েকে উত্ত্যক্তের দায়ে সাজাপ্রাপ্ত এক যুবক কারাগার থেকে বেরিয়ে সেই মেয়েটির বাবাকে কুপিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আহত ব্যক্তির নাম দবির উদ্দিন শেখ। সম্প্রতি তাঁর মেয়েকে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড হয় মজিবর শেখের (২৮)।
আহত ব্যক্তির ভাই শাখাওয়াত হোসেন জানান, তাঁর ভাইয়ের মেয়েটি কলেজ পড়ে। তাকে উত্ত্যক্ত করতেন মজিবর। এ কারণে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। মজিবর গত মঙ্গলবার বিকেলে জামিনে মুক্ত হয়ে বাড়ি আসেন। আজ দুপুরে দবির উদ্দিনকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে আহত করেন। দবির উদ্দিনের দুই হাতে কোপ লেগেছে বলে তিনি জানান।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, মেয়েটিকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মজিবুরকে তিন মাসের কারাদণ্ড দেন। তিনি একমাস জেলও খাটেন।
পুলিশ সুপার জানান, কোপানোর ঘটনার সঙ্গে জড়িত মজিবরকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহত দবির উদ্দিন শেখকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।