বাগেরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের কচুয়ায় মাছের ঘেরের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
লিটন হালদার (২৫) নামের ওই ব্যবসায়ী কচুয়া উপজেলার পশ্চিম পিপুলজুড়ি গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লিটন নিজের মাছের ঘেরে খাবার দিতে যান। অনেক রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। সকালে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি বলেন, আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটনের লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সরদার বলেন, নিহতের মাথার পেছনে তিনটি কোপের দাগ রয়েছে। তবে কী কারণে কারা হত্যা করেছে, তা তদন্তের পর জানা যাবে।