মোংলায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মোংলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন জিল্লুর রহমান, ফৌজিয়া বেগম, মনিরা বেগম, তন্বী, রাজ্জাক, বায়েজিদ, আমির, মিজান তালুকদার, দুলাল ও মিঠু। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকার বাসিন্দা জিল্লুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী গোয়েন্দা কর্মকর্তা। মিজান তালুকদার স্বেচ্ছাসেবক লীগ কর্মী। তাঁদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে স্থানীয় এক আমিন মাপার জন্য ওই জমিতে যান। জমি মাপার সময় কথাকাটাকাটির একপর্যায়ে জিল্লুর রহমানের পরিবার ও মিজান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
জিল্লুর রহমানের আহত স্ত্রী ফৌজিয়া বেগম বলেন, জমি মাপামাপি চলার সময় মিজান তাঁর লোকজন নিয়ে হঠাৎ হামলা করে। লাঠির আঘাতে অনেকেই মারাত্মকভাবে জখম হন।
জিল্লুরের পুত্রবধূ লিপি বলেন, ‘আমার শাশুড়ি ও ননদকে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে পেরেছি। কিন্তু শ্বশুর ও দেবরকে নিরাপত্তাহীনতার কারণে ঘর থেকে কোথাও বের করতে সাহস পাচ্ছি না।’
আহত মিজান তালুকদার বলেন, জমি মাপার সময় জিল্লুর রহমানের শ্যালক আবদুর রাজ্জাক হঠাৎ করে আমিনের ওপর চড়াও হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার রাজ্জাককে থামানোর চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার দ্বিতীয় কর্মকর্তা মনজুর এলাহী বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মারামারির ঘটনায় উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।