তল্লাশি চালিয়ে বিএনপিকে দমন করা যাবে না : মঞ্জু

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি বা নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির নেতাকর্মীরা দমন-পীড়ন ও নির্যাতনে ভয় পায় না বলেও জানান তিনি।
খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ভয় ও আত্মসমর্পণের কোনো নজির নেই। বিএনপির নেতাকর্মীরা দমন-পীড়ন নির্যাতনকে ভয় পায় না। যারা অবৈধ পন্থায় ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তাদের মনে রাখতে হবে, আগামীতে নির্বাচনকালীন সরকার গঠন ছাড়া কোনো ভোট এ দেশে হতে দেওয়া হবে না।
সাবেক এই সংসদ সদস্য বলেন, মনে রাখতে হবে এই সরকার শেষ সরকার নয়। চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, গণগ্রেপ্তার চালিয়ে, বাড়ি বাড়ি তল্লাশির নামে তাণ্ডব চালিয়ে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবে না। শত শত মামলা, হাজার হাজার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নেতাকর্মীদের যারা হয়রানি করেছেন, এ সরকারের বিদায়ের পর তাঁদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন করেন নজরুল ইসলাম।
সমাবেশে আরো বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু প্রমুখ।