চিতলমারীতে ট্রলি উল্টে নিহত ২

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ইটবাহী ট্রলি উল্টে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পুরাতন কালশিরার তাসেনের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোল্লাহাট উপজেলা সদরের আলামিন মোল্লা (২০) ও ট্রলির চালক গাড়ফা গ্রামের ইসমাইল মোল্লা (১৮)। দুর্ঘটনায় একই এলাকার রানা চৌধুরী (১৭) নামের আরেকজন গুরুতর আহত হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, আজ সকালে মোল্লাহাটের এমবিএফ ব্রিকস থেকে হতাহতরা মাহেন্দ্র পাওয়ার টিলারচালিত ট্রলিতে ইট নিয়ে চিতলমারীর কালশিরায় যাচ্ছিলেন। এ সময় তাসেনের মোড় এলাকায় মোড় ঘুরতে গিয়ে ট্রলি উল্টে দুজন চাপা পড়েন।
ওসি জানান, স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে ইসমাইল মোল্লা ও আলামিন মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক এস এম সাইফুজ্জামান মৃত ঘোষণা করেন।