বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপেজলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গাবতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যানচালকের নাম মানিক মুন্সি (৩৫)।
তিনি ভাইজোড়া গ্রামের কাদের মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নাঈম ও বাবু মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক নিহত হন। গুরুতর আহত হন বাবু ও নাঈম। তাঁদের দুজনকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ভ্যানচালক নিহত হন। আহত হয়েছেন দুজন। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি আটক করা হয়েছে।