আড়াইহাজারে পাসপোর্টসহ আটক ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি পাসপোর্টসহ সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর ফেঁড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর ফেঁড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন (৩২) ও জিয়াউল হককে (৪৫) আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে পাঁচ পাটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলা থেকে নৌ ও বিমান পথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানবপাচার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটক কবির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামে। জিয়াউল হক একই জেলার নবীনগর উপজেলার নিলক্ষ্মী এলাকার বাসিন্দা বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছে।