নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন (৪৬) নিহত হয়েছেন। এ সময় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোফাজ্জেল হোসেনের মৃত্যু হয়
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৩ মে অনুষ্ঠিত পেড়লী ইউপি নির্বাচনে পেড়লী গ্রামের বাসিন্দা বর্তমান চেয়ারম্যান আনিচুর রহমান বাবু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে কাজ করেন। গ্রামের অপর একটি পক্ষের নেতা সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্লার পক্ষে কাজ করেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্লা জয়ী হন এবং নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেরে যান।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে আজ সকাল ৯টার দিকে দুই পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মোফাজ্জেল মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।