সুন্দরবনে আবার আগুন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে

সুন্দরবনের নাংলী এলাকায় আবার আগুন লেগেছে। আজ শুক্রবার সকালে ওই আগুন লাগে। এরপর দ্রুত ছড়িয়ে পড়ছে চারদিকে। বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা।
তবে বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
মো. হুমায়ুন কবির জানান, ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের ‘মাদ্রাসার ছিলা’ এলাকায় শুক্রবার সকালে আগুন লাগে। দুপুর পর্যন্ত বনের প্রায় দু-তিন একর জায়গা নিয়ে আগুন দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুই ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নেভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করছেন।
বন বিভাগের ধারণা, অগ্নিকাণ্ডে এরই মধ্যে প্রায় চার একর বনভূমি গাছপালা (গুল্মজাতীয় লতাপাতা-গাছপালা) পুড়ে গেছে। শুধু ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় দুই একর বনভূমিজুড়ে। শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলিফ রেজা, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে কীভাবে আগুন লেগেছে কিংবা নাশকতা কি না, সে বিষয়ে আপাতত কোনো কিছু না বলে মূল ঘটনা ও রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান বন কর্মকর্তা মেহেদীজ্জামান।
মেহেদীজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসা মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটিই খুঁজে বের করবে কীভাগে আগুন লাগে।
গত বছরের ২৮ মার্চ থেকে শুরু করে কয়েক দফায় নাংলী ক্যাম্পের বিভিন্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। একাধিক তদন্ত কমিটি জানায়, ওই আগুন লাগানোর ঘটনাগুলো ছিল নাশকতামূলক। এসব ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজনকে আটকও করা হয়।