সুন্দরবনে নেভেনি আগুন, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনে সকালে লাগা আগুন সন্ধ্যায়ও নিয়ন্ত্রণে আসেনি। আজ শুক্রবার সকাল ৮টার পর আগুন লাগে সুন্দরবনের নাংলী এলাকায়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ।
শুক্রবার বিকেলে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ওই কমিটির সদস্য করা হয়েছে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান, চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ঢাংমারী স্টেশন কর্মকর্তা মিজানুর রহমানকে।
বন বিভাগের ধারণা, অগ্নিকাণ্ডে এরই মধ্যে প্রায় চার একর বনভূমি গাছপালা (গুল্মজাতীয় লতাপাতা-গাছপালা) পুড়ে গেছে। শুধু ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় দুই একর বনভূমিজুড়ে। ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুই ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নেভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করছেন।