সুন্দরবনে ‘বড় ভাই’সহ গ্রেপ্তার ৫

সুন্দরবনের বনদস্যু ‘বড় ভাই’ বাহিনীর প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) পশুর নদের জোংড়া খাল এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৯০টি গুলিও উদ্ধার করা হয়।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, পূর্ব সুন্দরবনের জোংড়া খালে বনদস্যু বড় ভাই বাহিনী অবস্থান করছে বলে তাঁদের কাছে খবর আসে। এর ভিত্তিতে আজ দুপুর সোয়া ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালান তাঁরা। এ সময় বড় ভাই বাহিনীন প্রধান মোশারফসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ থানায় চাঁদাবাজি ও অপহরণের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি পয়েন্ট টুটুবোর রাইফেল, একটি ওয়ান শুটারগান ও ১৯০টি বিভিন্ন ধরনের তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব কর্মকর্তা আদনান কবির আরো বলেন, সুন্দরবনে ত্রাস সৃষ্টি করা বড় বড় দস্যু বাহিনী মোংলা, বরিশালসহ বিভিন্ন স্থানে র্যাব-৮-এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছে। ফলে বনটিতে এখন দস্যুদের কর্মকাণ্ড প্রায় নেই বললেই চলে। দু-একটি যে ছোট ছোট বাহিনী রয়েছে তাদেরও আইনের আওতায় এনে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে। আর এ লক্ষ্যে র্যাব-৮-এর বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি।