ঝিনাইদহে সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ

নিখোঁজের চারদিন পর ঝিনাইদহের উপশহর পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা খাতুন (৫০) ঝিনাইদহ জজকোর্টের সহকারী মহুরী আবদুর রহিমের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পারুল বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মনোয়ারা চারদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত ৩১ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ সকালে উপশহর পাড়ার খায়রুল মাস্টারের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় খায়রুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া পারুল বেগমকে আটক করা হয়েছে।
ওসি বলেন, নিহত মনোয়ারা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে দাদন ব্যবসা করছিলেন। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।