মোংলায় জাল টাকাসহ যুবক আটক

বাগেরহাটের মোংলা উপজেলায় জাল টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলা শহরের একটি মাছের আড়ত থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ওই ব্যক্তির নাম আরিফুল ইসলাম গাজী (৩০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খোসড়া ইউনিয়নের বাসিন্দা।
মোংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুবাস শিকদার জানান, দুপুরে শহরের আড়তে মাছ কেনার সময় আরিফুল এক হাজার টাকার একটি নোট দেন আড়তদারকে। এ সময় আড়ত মালিক দ্বীন ইসলাম ও আশপাশের দোকানিরা ওই নোটনি জাল বলে সন্দেহ করেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পরে মাছ ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আরিফুলকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় মাছ ব্যবসায়ী আলম কাজী ও কালাম হোসেন বলেন, আরিফুল দীর্ঘদিন ধরে নানা কৌশলে জাল নোট দিয়ে এখানকার আড়তগুলো থেকে মাছ কিনছেন। সেই মাছ সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে বেচাকেনা করেন তিনি।