জঙ্গি সন্দেহে আটক ১২
জঙ্গি সন্দেহে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ১২ জনকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে এদের আটক করা হয়।
র্যাব দাবি করেছে, এরা সবাই আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার নেতাকর্মী। এদের মধ্যে মুফতি মইনুল ইসলাম একিউআইএসের সমন্বয়কারী ও মাওলানা জাফর আমিন উপদেষ্টা।
র্যাব সদর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটকের সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও ছুরি উদ্ধার করা হয়েছে।