মোংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ এখনো উদ্ধার হয়নি

বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় সিমেন্টের কাঁচামাল নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি।
তবে আগামীকাল বুধবার সকাল থেকে জাহাজটি উদ্ধারে কাজ শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কার্গো জাহাজের মাস্টার মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ‘জাহাজটি ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে। এখন জোয়ারের সময় শুধু জাহাজটির মাস্তুল দেখা যাচ্ছে। জাহাজটি চরের কাছাকাছি থাকায় ভাটার সময় কাজ করতে সুবিধা হবে। আগামীকাল ড্রেজারের সাহায্যে জাহাজের ভেতরের মালামাল অন্য জাহাজে নেওয়া হবে। এরপর জাহাজটি হালকা হলে টেনে তোলা হবে। এতে সময় লাগবে। তবে আমরা দ্রুত জাহাজটি তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওলিউল্লাহ জানান, বন্দর চ্যানেল থেকে ডুবন্ত জাহাজটি ১৫ দিনের মধ্যে উত্তোলনের জন্য মালিক পক্ষকে গতকাল সোমবার নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে মালিক পক্ষ তাদের জাহাজ উত্তোলন না করলে সেক্ষেত্রে ‘নো-লস, নো-প্রফিট’ চুক্তির ভিত্তিতে জাহাজটি অপসারণে ওপেন টেন্ডার দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে হাড়বাড়িয়ায় দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন তিনি।
গত রোববার রাতে হাড়বাড়িয়ার ৪ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি ‘আতিকিএসবি’ থেকে প্রায় ৮৭০ মেট্টিক টন স্লাগ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই করে এমভি সেবা খুলনার রূপসায় সুনসিং সিমেন্ট ফ্যাক্টরির ঘাটের উদ্দেশে ছাড়ে। এ সময় হঠাৎ বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।