চুয়াডাঙ্গায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘুমন্ত এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চিৎলা গ্রামে এই ঘটনা ঘটে।
ওই শিশুর নাম আল আমিন (১২)। সে চিৎলা হাটপাড়ার আজিবর রহমানের ছেলে।
আটক দুজন হলো চিৎলা গ্রামের পশ্চিম পাড়ার জহুরুল ইসলাম ও ইব্রাহিম হোসেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে শিশু আল আমিনকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর শিশুটির মা হাসিনা খাতুনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, জমি নিয়ে জহুরুল ইসলাম ও ইব্রাহিম হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। তাঁরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এরপর তাঁর বক্তব্য অনুযায়ী দুজনকে আটক করা হয়।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জি এম ইমদাদুল হক জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।