লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ইসলামী দলের বিক্ষোভ

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামপন্থী কয়েকটি দল। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তারা নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল করে।
লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস। এ সময় লতিফ সিদ্দিকীর ফাঁসি চেয়ে মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়।
নগরীর শেখঘাটের কাজির বাজার মাদ্রাসা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখা মিছিল বের করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন সহসভাপতি শাহ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক এমরান আলম ও সহ-সাধারণ সম্পাদক সামিউর রহমান।
জমিয়তে উলামা ইসলাম বন্দর বাজারে সিলেট কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয়। একই সময়ে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ‘যে লতিফ সিদ্দিকীর অপরাধের কারণে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হলো এবং দল থেকে প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল করা হলো, তারপরও তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে?’ তাঁরা বলেন, ‘নব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে তার স্থান হবে না।’ লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
ইসলামী আন্দোলন সিলেট জেলার সহ-সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে ও মহানগর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ফজলুল হক, সেক্রেটারি হেলাল আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাহফুজুল হক তুহিন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।