সুন্দরবনে জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবনের কলামুলা খাল থেকে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন ফিস বাহিনী। ওই জেলের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে।
মঙ্গলবার ভোরে মাছ শিকার করতে গিয়ে ইউসুফ হাওলাদার নামের ওই জেলেকে অপহরণ করা হয়। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা।
জেলে ও মহাজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কলামুলা খালে মাছ শিকার করছিলেন ইউসুফ। এ সময় বনদস্যু সুমন ফিস বাহিনীর লোকরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে।