মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বাগেরহাটের মোংলা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শেলাবুনিয়ার এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আজ দুপুরে নাজিম আলী নিজ ঘরের টিনের চালের ওপর উঠেন। চালের ওপর আগে থেকে বিদ্যুতের তার কেটে টিনের সঙ্গে মিশে ছিলো। এ সময় নাজিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘরের বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাঁকে টিনের চাল থেকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।