পুলিশের কাছে ট্রাক আটক, পালানোর সময় চাপা পড়ে যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/06/22/photo-1498143668.jpg)
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহরের হাসপাতাল রোডে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জয়নাল আবেদীন (২৮) নামের এক বাইসাইকেল আরোহীকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এ সময় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, তিস্তা থেকে রাজারহাট উপজেলা শহরে ঢোকার সময় ট্রাফিক পুলিশ ট্রাকটিকে আটক করে কাগজপত্র দেখতে চায়। কিন্তু ট্রাকের চালক পুলিশকে ফাঁকি দিয়ে ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ই ট্রাকের নিচে চাপা পড়েন জয়নাল। তাঁর বাড়ি রাজারহাটের দেবীচরণ গ্রামে।
এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।