এক হাজার ৬০০ টন লবণ জব্দ, দুজনকে সাজা
ভারত থেকে অবৈধভাবে আমদানির দায়ে আজ সোমবার সামুদা কেমিক্যালের একটি জাহাজসহ এক হাজার ৬০০ মেট্রিক টন অপরিশোধিত লবণ জব্দ করেছে নারায়ণগঞ্জের কোস্টগার্ড। একই সাথে ওই জাহাজের লবণ পুবালী সল্ট কোম্পানির গুদামে রাখার দায়ে গুদাম রক্ষীসহ দুজনকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ডাদেশ ও গুদাম সিলগালা করে দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে কোম্পানির দাবি, ক্যামিক্যাল তৈরির জন্য বৈধভাবেই এই লবণ আমদানি করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কদমতলী এলাকায় এম ভি বি এন সি-১ নামের অপরিশোধিত লবণবোঝাই একটি জাহাজ জব্দ করে। ওই লবণ ভারত থেকে আমদানি করা হয়েছে। এ সময় জাহাজ থেকে লবণ আনলোড করা হচ্ছিল পুবালী সল্ট কোম্পানির গুদামে। খবর পেয়ে আমদানিকারক কোম্পানি সামুদার ব্যবস্থাপক এস এম জাবেদ চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ‘কাস্টিক তৈরি করতে ভারত থেকে সম্পূর্ণ বৈধভাবে ৫৭ হাজার মেট্টিক টন আমদানি করা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় আমাদের গুদামে জায়গা সংকুলান না হওয়ার কারণে ভাড়া করে এই গুদামে লবণ রাখার জন্য আনা হয়েছে। আমাদের কাগজপত্র সব আছে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাজ এবং গুদাম থেকে ৩০ হাজার বস্তা লবণ জব্দ করা হয়েছে। ভারত থেকে আমদানি করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। তা ছাড়া এই লবণে আয়োডিনও নেই। গুদামের মালিককে পাওয়া যায়নি। গুদামরক্ষী আশরাফুল ও ফিরোজকে গ্রেপ্তার করে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং মামলা করা হয়েছে। জব্দ করা লবণবোঝাই জাহাজটি নারায়ণগঞ্জের পাগলায় কোস্টগার্ড স্টেশন ঘাটে নেওয়া হয়েছে।