চুয়াডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। ‘প্রতিজ্ঞা ও পরিশ্রমই হোক আমাদের প্রতিষ্ঠার গতিপথ’ স্লোগানকে সামনে রেখে বুধবার নানা কর্মসূচি নেওয়া হয়।
বেলা সাড়ে ১০টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় ও উৎসবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
উদ্বোধনের পর জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা চুয়াডাঙ্গা - মেহেরপুর সড়ক প্রদক্ষিণ করে উৎসবস্থলে এসে শেষ হয়। এরপর উৎসব কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, শিক্ষার্থী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মহ. শামশুজ্জোহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ছাত্রীদের বাল্যবিবাহ ও আত্মহত্যা করা চলবে না। ছাত্রদের মাদক ও ইভ টিজিং থেকে দূরে থাকতে হবে।