খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আট দিন বলবৎ থাকার পর আজ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এই ধারা প্রত্যাহারের ঘোষণা দেন। আগামীকাল রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এই আদেশ কার্যকর হবে।
প্রত্যাহারের আদেশে জেলা ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি এই আদেশ জারি করেছেন।
গত ২৮ আগস্ট জুম্ম ছাত্র জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ওই দিন দুপুর ২টা থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
একই দিন বিকেল ৩টা থেকে গুইমারা উপজেলাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছিল। গুইমারায় পরদিন ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করার সময় সংঘর্ষ ও সহিংস ঘটনায় তিনজন নিহত এবং ১৩ সেনা সদস্যসহ পাহাড়ি ও বাঙালী আহত হন। তবে গুইমারা উপজেলায় এখনো ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়নি, তবে সেখানেও তা প্রত্যাহারের আভাস পাওয়া গেছে।