সুন্দরবনে চার নৌ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া থেকে গ্রেপ্তার চার নৌ ডাকাত। ছবি : এনটিভি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ায় চার নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের থেকে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আলামিন মোড়ল, আসাদুল ইসলাম, বাবলু গাইন ও মিলন গাইন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, কলাগাছিয়া এলাকায় জলদস্যুদের তৎপরতার খবর গোপন সূত্রে পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় চার জলদস্যুকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বনের ভগিরচরে মাটির নিচে রাখা তিনটি বন্দুক ও সাতটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা করা হয়েছে।