সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না : আবু জাফর

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বাইরে সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ মোহাম্মদ আবু জাফর। নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আবু জাফর এসব কথা বলেন।
আবু জাফর বলেন, সহায়ক সরকার ছাড়া বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন, আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে। আর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
বোয়ালমারীর হাসামদিয়ার বাড়িতে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা তিন উপজেলার ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সভাপতি রাইসুল ইসলাম পলাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।