বন্দুকযুদ্ধে ডাকাত নিহত : পুলিশ

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ‘বন্দুকযুদ্ধে এক ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের আরো দাবি, এ সময় তাদের দুই সদস্যও আহত হয়েছেন।
গতকাল শুক্রবার মধ্যরাতে চুকনগরের আহসানিয়া সড়কে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শটগান ও বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম বাদশা।
আহত দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র ও নুরুল আমিন। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার মধ্যরাতে পুলিশের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আহসানিয়া মাদ্রাসার পাশে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রবিউল ইসলাম বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি শটগান, দুটি বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। নিহত রবিউলের নামে থানায় পাঁচটি মামলা আছে বলে দাবি করেন তিনি।