শ্রীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গতকাল শনিবার (২৪ মে) তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।
ভুক্তভোগী নারী শ্রমিক জানান, গত মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে কারখানা থেকে ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে মুখ বেঁধে জঙ্গলে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে জঙ্গলে ফেলে রেখে যাওয়ার আগে ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না জানানোর হুমকি দেওয়া হয়। পরে তিনি স্বামীকে ফোন করলে তিনি এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার পর অভিযুক্তদের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা সালিশি বৈঠক করে মীমাংসার চেষ্টা করে এবং থানায় যেতে বাধা দেয়। তবে হুমকি উপেক্ষা করে থানায় এসে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের গ্রেপ্তারে দুটি পুলিশ টিম মাঠে কাজ করছে। ধর্ষণের মতো ঘটনায় যারা সালিশি বৈঠক করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মো. আব্দুল বারিক আরও জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে ও মামলার তদন্ত চলছে।