কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে ২০টি ভারতীয় গরু জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/07/01/photo-1498908491.jpg)
কুড়িগ্রাম বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি ভারতীয় গবাদি পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পশুর আনুমানিক দাম ১২ লাখ টাকার বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
বিজিবি জানায়, আজ শনিবার ভোররাতে ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বিওপির (বর্ডার আউটপোস্ট) হাবিলদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে ধলডাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৯৯৬/১ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে তিলাই নামের স্থানে অবস্থান নেয় দলটি। এ সময় চার-পাঁচজন লোক হেঁটে গরু নিয়ে টহলদলের কাছাকাছি এসে পড়লে বিজিবি সদস্যদের দেখা মাত্রই গরু রেখে দ্রুত পালিয়ে যান। সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ১১টি গরু জব্দ করে; যার আনুমানিক দাম আট লাখ ৮১ হাজার ৬০০ টাকা।
প্রায় একই সময়ে ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির হাবিলদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক পিলার ৯৩৪ থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের ভেতরে খলিসাকোটাল এলাকা থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়। এগুলোর দাম এক লাখ ৬৫ হাজার টাকা।
অন্যদিকে ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির টহলদল আন্তর্জাতিক পিলার ৯৮৮ থেকে ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাইজারচর থেকে ছয়টি ভারতীয় বাছুর জব্দ করে। এসব গরুর দাম আনুমানিক এক লাখ ৫৫ হাজার টাকা।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ জানান, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে জব্দ হওয়া এসব গরুর কৃত ২০টি গরুর আনুমানিক দাম ১২ লাখ এক হাজার ৬০০ টাকা। তবে এসব গরু পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দ হওয়া গরু শুল্ক বিভাগের একজন প্রতিনিধির উপস্থিতিতে নিলামে তোলা হবে বলেও জানান তিনি।