মায়াকে নিয়ে রিটের শুনানিতে আদালতের অপারগতা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/08/photo-1436333832.jpg)
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদে থাকা নিয়ে করা রিটের শুনানি করতে অপারগতা জানিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেন, ‘গতকাল আমরা এ বিষয়ে রিট করেছিলাম। আজ শুনানির জন্য আদালতে উপস্থাপন করলে শুনানি করতে অপারগতা প্রকাশ করেন আদালত। ’
দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিল হওয়ার পর মোফাজ্জল হোসেন চৌধুরী কোন ক্ষমতাবলে এখনো মন্ত্রী ও সংসদ সদস্যপদে রয়েছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠান ইউনুস আলী আকন্দ। জবাব না পেয়ে গতকাল হাইকোর্টে রিট করা হয়। রিটে বলা হয়, সংবিধান অনুসারে দণ্ডিত ব্যক্তি সংসদ সদস্য বা মন্ত্রী পদে থাকতে পারেন না। সংবিধানের ওই অনুচ্ছেদে বলা হয়, যদি কেউ নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে, তবে তিনি সংসদ সদস্য থাকার অযোগ্য হবেন।
গত ১৪ জুন একটি দুর্নীতি মামলায় মায়াকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ।