বগুড়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ায় নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বগুড়া প্রেসক্লাবে ১৫ পাউন্ডের একটি কেক কাটা হয়।
‘সময়ের সাথে আগামীর পথে’ মানুষের আস্থা ও ভালোবাসায় ১৫ বছরে পা রেখেছে এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা ড্যাবের সভাপতি প্রফেসর ডা. শাহ মো. শাজাহান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান নয়ন, সাবেক সভাপতি রেজাউর রহমান রানু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গণেশ দাস, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সবুর শাহ লোটাস, ফটোসাংবাদিক এম আর ইসলাম শাহীন, ক্যামেরাম্যান এমদাদুল হক, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কমলেশ মহন্ত শানু, মাইটিভি জেলা প্রতিনিধি লতিফুল করিম, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহীসহ অনেকেই।