শিশুটি খেলছিল উঠানে, ডেকে বেঁধে ‘ধর্ষণ ইমামের’

নরসিংদীর মাধবদী থানা এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচদোনা বাগপাড়ায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ। তিনি আরো জানান, আমরা বিষয়টি মৌখিকভাবে অবগত হয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকার আবদুল মান্নানের ছেলে হাফেজ আমজাদ হোসেনকে (২০) গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি পাঁচভাগ এলাকায় একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার পর থেকে তিনি পালিয়ে আছেন।
শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ দাবি করে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ি উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী আমজাদ তাকে ডেকে নিজ ঘরে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন।
ঘটনাটি আমজাদের মা দেখে ফেলেন। তিনি শিশুটির রক্তাক্ত কাপড় ও শরীর ধুয়ে দেন এবং ঘটনা সম্পর্কে কাউকে কিছু না বলার হুমকি দেন। কিন্তু শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়।
পরে অভিভাবকরা শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে বলে জানায় পুলিশ।