মৎস্য ঘের থেকে তুলে নিয়ে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবদলকর্মীকে। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তোফায়েল আহমদ কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী এবং ইউনিয়ন যুবদলের কর্মী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত বছর চট্টগ্রামে আন্দোলনে নিহত ছাত্রদলনেতা তানভীরের চাচা।
নিহতের বড় ভাই ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম সিদ্দিকীর বরাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, শনিবার মধ্যরাতে কালারমারছড়ার আটজইন্ন্যা ঘোনা এলাকায় তোফায়েল আহমদের মৎস্য ঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্যান্য মালামাল লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফায়েল আহমদকে অপহরণ করে নিয়ে যায়। সারা রাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
রোববার (২৪ আগস্ট) ভোরে স্থানীয়রা কাউল্যার ব্রিজ এলাকার একটি বাঁশঝাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মঞ্জুরুল হক আরও জানান, খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।