আমরা থাকব আর আওয়ামী লীগ থাকবে : এরশাদ

রাজধানীর গুলশানে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি : এনটিভি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রাজনৈতিক ময়দানে আর কোনো দল নেই। বিএনপির অস্তিত্ব সংকটে। বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারবে না। দল বলতে আমরাই থাকব। আর আওয়ামী লীগ থাকবে। প্রাণপণে চেষ্টা করতে হবে যেন জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন,‘বর্তমানে বিএনপি অনেকটা নিষ্ক্রিয় দল। ভবিষ্যতে এই দলটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই।’ দলের যেকোনো প্রয়োজনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের সব সময় ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন সাবেক রাষ্ট্রপতি।