দলে খারাপ কেউ ঢুকলে বাদ পড়বেন : সেতুমন্ত্রী

খুলনায় বিভাগীয় প্রতিনিধি সভা শেষে আজ সকালে যশোরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের জনগণ আর বিএনপির খালেদা জিয়ার দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে না।’
আজ সোমবার সকালে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সদস্যপদ নবায়ন হবে। এতে খারাপ কেউ ঢুকে থাকলে তাঁরা বাদ পড়বেন। আর যাঁরা নতুন সদস্য হবেন, তাঁদের ব্যাপারে পার্টি সচেতন থাকবে, সজাগ থাকবে।’
এ সময় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, আইনজীবী সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।