‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রলীগ নেতা আটক

বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপাল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান রাজুকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মোংলার দিগরাজে এক বন্ধুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাজুর (২৮) সঙ্গে বাগেরহাটের সদর উপজেলার এক এইচএসসি পরীক্ষার্থীর পরিচয় রয়েছে। বেড়ানোর নাম করে আজ দুপুরে ওই ছাত্রীকে নিয়ে মোংলার দিগরাজে বন্ধু হাশেমের বাড়িতে আসেন রাজু। পরে সেখান থেকে আপত্তিকর অবস্থায় রাজু ও ওই ছাত্রীকে আটক করেন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও এএসআই সুভাষ।
ওসি আরো জানান, পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনের অভিভাবককে খবর দেওয়া হয়েছে।