দিনাজপুরে চুরি যাওয়া মোটরসাইকেল কুড়িগ্রামে উদ্ধার, আটক ৩
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটসাইকেগুলো উদ্ধারসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বন্দবের ইউনিয়নের টাপুরচর গ্রামের আসাদুজ্জামান আসাদ (৩০), জাদুরচর ইউনিয়নের কর্ত্তিমারী গ্রামের আরিফ মিয়া (৩৫) ও শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের জাকির হোসেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহানী জানান, দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমের ছোট ভাইয়ের একটি নতুন মোটরসাইকেল ১০ দিন আগে দিনাজপুর থেকে হারিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুরের এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় দিনাজপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটিসহ আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।