ধর্ষণের চেষ্টার সময় ‘ডাকাতকে’ কুপিয়ে হত্যা

নওগাঁর পত্নীতলা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় এক ‘ডাকাতকে’ কুপিয়ে হত্যা করেছে গৃহকর্তা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার নজিপুর পৌর এলাকার রংধনু সিনেমা হলের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান হাফিজ (৪৫) পৌর এলাকার চকজয়রাম মহল্লার সামসুদ্দিন আহমেদ সাধুর ছেলে। অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হাফিজ সম্প্রতি জামিনে ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ধর্ষণের মামলা রয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রফিক জানান, ভোররাতের দিকে পৌর এলাকার মাদক ব্যবসায়ী দুলাল হোসেন প্রাকৃতিক কাজে বাইরে গেলে বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান হাফিজ। স্ত্রীর চিৎকার শুনে দুলাল এসে ধারালো অস্ত্র দিয়ে হাফিজকে কুপিয়ে হত্যা করে লাশ ঘরে রেখেই পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। সকাল ১০টার দিকে হাফিজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের আটক করতে পুলিশ কাজ করছে।
ওসি আবদুর রফিক আরো জানান, হাফিজের বিরুদ্ধে পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর, বদলগাছী থানাসহ কয়েকটি থানায় ডাকাতি, হত্যা, ধর্ষণের মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত হাফিজ পত্নীতলা থানায় দৈনিক হাজিরা দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পান। গতকাল বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তিনি থানায় ছিলেন।