মিরসরাই ট্র্যাজেডিতে স্মৃতির পালক

চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির চতুর্থ বার্ষিকী আজ। বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানের মাধ্যমে ওই দিনের সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ শিক্ষার্থীকে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মিরসরাই উপজেলায় পালিত হচ্ছে তিন দিনের শোক কর্মসূচি।
শোক কর্মসূচির প্রথম দিনে গতকাল শুক্রবার বিকেলে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় কোরআনখানি, মিলাদ মাহফিল ও প্রকাশনা অনুষ্ঠান। নিহতদের স্মরণে ‘স্মৃতির পালক’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আফছার। মিরসরাই ট্র্যাজেডি উদযাপন পরিষদের উদ্যোগে ওই বইয়ের সম্পাদনা করেন এনায়েত হোসেন মিঠু।
কর্মসূচির দ্বিতীয় দিন আজ শনিবার সকালে শোক র্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। এর আগে আবু তোরাব উচ্চ বিদ্যালয় এলাকায় নিহত শিক্ষার্থীদের স্মরণে গড়া মিনার ‘আবেগ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মীরা।
পরে স্থানীয় আবু তোরাব স্কুল মিলনায়তনে আয়োজিত শোক সভায় বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, দুর্ঘটনাকবলিত স্থানে স্মৃতিমিনার ‘অহ্নিম’ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ মিনারের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পঞ্চম বর্ষপূর্তির আগে অহ্নিম মিনারের কাজ শেষ করা হবে বলে তিনি আশা করেন।
আগামী ১৩ জুলাই মিরসরাই ট্র্যাজেডি উদযাপন পরিষদের উদ্যোগে স্মরণসভা, ইফতার মাহফিল ও কাঙালিভোজ অনুষ্ঠিত হবে।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাই উপজেলার সৈদালী এলাকায় ছাত্রদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ৪২ শিক্ষার্থীসহ ৪৪ জন নিহত হয়। দুর্ঘটনার শিকার ছাত্ররা ছিল স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী। তারা মিরসরাই উপজেলা সদরে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল।