সরকারি গাড়ি ছাড়ছেন সৈয়দ আশরাফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/12/photo-1436638637.jpg)
মন্ত্রী হিসেবে পাওয়া নিজের সরকারি গাড়িটি ছেড়ে দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে অব্যাহতি দিয়ে ‘দপ্তরবিহীন’ করার প্রজ্ঞাপন জারির পরই তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
আশরাফ-ঘনিষ্ঠ একটি সূত্র এনটিভি অনলাইনকে জানিয়েছেন, এলজিআরডি মন্ত্রী হওয়ার পরে পরিবহন পুল থেকে পাওয়া সরকারি গাড়িটি ছেড়ে দিচ্ছেন সৈয়দ আশরাফুল ইসলাম। নিজের গাড়িতেই পতাকা ব্যবহার করবেন দপ্তরবিহীন এ মন্ত্রী।
আগামী রোববার অথবা সোমবার থেকে নিজের ল্যান্সক্লুজনার ঢাকা মেট্রো ঘ-১৫-০০০২ নম্বরের গাড়ি ব্যবহার করবেন আশরাফ। সংসদ সদস্য হওয়ার পরে ট্যাক্স ফ্রি এ গাড়িটি পান তিনি।
এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী থাকাকালে সরকারি অন্য যেসব সুযোগ-সুবিধা গ্রহণ করতেন তাও ধীরে ধীরে কাটছাঁট করবেন বলে জানা গেছে। সৈয়দ আশরাফ নিজের ইচ্ছায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি আগের মন্ত্রণালয়ে (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং সৈয়দ আশরাফুল ইসলাম দপ্তরবিহীন মন্ত্রী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।