চাঁদপুরে সাড়ে চার কোটি টাকার তেল চুরির ঘটনায় গ্রেপ্তার ৫

চাঁদপুরে যমুনা অয়েল কোম্পানির সাড়ে চার কোটি টাকার তেল চুরির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর ডিপোর বর্তমান সুপারিটেনডেন্ট খায়রুল কবিরের করা মামলার ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- চাঁদপুর যমুনা অয়েল কোম্পানির ডিপোর সুপারিটেনডেন্ট খাদেমুল (৩৬), অপারেটর মো. মিজানুর রহমান (৪৮), আবু বকর সিদ্দিক (৫০), মিটারম্যান মো. মজিবুল হক (৩৮) ও শ্রমিক মোসলেম শাহ (৩৮)।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালি উল্লাহ অলি বলেন, গত ১৯ জুন যমুনা অয়েল কোম্পানির চাঁদপুর ডিপোর সুপারিটেনডেন্ট খাদেমুল অন্য চার আসামির সহযোগিতায় সাত লাখ লিটার জ্বালানি তেল অবৈধভাবে বিক্রি করে দেন। এ ঘটনায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত টিমের প্রধান সরকারের অতিরিক্ত সচিব ও বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা এর নেতৃত্বে বিপিসির ব্যাবস্থাপক (বিপণন) মোরশেদ হোসাইন আজাদ ও মেঘনা অয়েল কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আবদুল মতলব চাঁদপুরে গিয়ে ঘটনার তদন্ত করেন।
ঘটনার সত্যতা পাওয়ায় যমুনা অয়েল কোম্পানী চাঁদপুর ডিপোর বর্তমান সুপারিটেনডেন্ট মো. খায়রুল কবির বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।
চাঁদপুর ডিপোর গ্রেপ্তার হওয়া সাবেক সুপারিটেনডেন্ট খাদেমুল জানান, ১৯ জুন যমুনা অয়েল কোম্পানির নিবন্ধিত ইরাবতি জাহাজের সুপারভাইজার আফছার হোসেন তাঁকে সাত লাখ লিটার ডিজেল চাঁদপুর ডিপোতে নেওয়ার জন্য বলেন। আটক অপর চার আসামির সহযোগিতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি জাহাজে তেল সংগ্রহ করেন তিনি।