বসন্তে রঙিন চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে বসন্তবরণ অনুষ্ঠানে গান করেন সামিনা চৌধুরী। আবৃত্তি সংগঠন প্রমা আজ শুক্রবার নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে। ছবি : সংগৃহীত
ঋতুরাজ বসন্তকে বরণ করতে আজ শুক্রবার নানা আয়োজনে মুখর ছিল বন্দরনগরী চট্টগ্রাম। নগরের বিভিন্ন স্থানে বসন্তবরণ উৎসব করা হয়।
এর মধ্যে সকালে নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে উৎসবের আয়োজন করে আবৃত্তি সংগঠন প্রমা। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উৎসবে মুঠোফোন প্রতিষ্ঠান রবির আঞ্চলিক ব্যবস্থাপক রেজওয়ান হামিদ সেজান, প্রমার সভাপতি রাশেদ হাসান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বক্তব্য দেন।
এ ছাড়া দলীয় সংগীত, আদিবাসী নৃত্য, ঢোলবাদন, যন্ত্রসংগীতসহ নানা অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন সামিনা চৌধুরী ও সন্দীপন।
শহরজুড়ে আজ সারা দিন চোখে পড়েছে বাসন্তি-হলুদ-লাল রঙের পোশাকের রঙিন তরুণ-তরুণীদের। বসন্তের রঙে রঙিন হয়ে প্রিয়জন আর পরিবার নিয়ে তাঁরা ঘুরে বেড়িয়েছেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে।