নদীতে ভেসে গেল ১৫ মণ পাঙ্গাশ-তেলাপিয়া

বরিশালের বাবুগঞ্জে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় মাছভর্তি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জ খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় কোনো হতাহত না হলেও ট্রলারের সব মাছ নদীতে ভেসে গেছে।
ট্রলারটির মালিক ও মাছ ব্যবসায়ী অমল বিশ্বাস জানান, বরিশালের উজিরপুরের হারতা বন্দর থেকে মাছ বিক্রির উদ্দেশে ট্রলারটি বাবুগঞ্জ বন্দরের খাপুরার খালে প্রবেশ করে ঘাটে ট্রলার নোঙর করে। এ সময় পেছন দিক থেকে এমভি হজরত শাহ্জালাল (রহ.) নামের বালুভর্তি একটি বাল্কহেড মাছের ট্রলারটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়।
অমল বিশ্বাস আরো জানান, এতে ট্রলারে থাকা তাঁর ১৫ মণ পাঙ্গাশ ও তেলাপিয়া মাছ পানিতে ভেসে যায়।
দুর্ঘটনা সম্পর্কে বাল্কহেডটির চালক মোহাম্মদ আলী জানান, প্রচণ্ড স্রোতের কারণে তিনি বাল্কহেডটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এতে সেটি নোঙর করে থাকা মাছের ট্রলারটিকে ধাক্কা দেয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন তিনি। তবে এতে কোনো হতাহত হয়নি। কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি বলেও জানান তিনি।