খালেদা জিয়াসহ মদদদাতাদের বিচার ট্রাইব্যুনালে হবে : নৌমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/12/photo-1436723540.jpg)
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেছেন, খালেদা জিয়া ওমরাহ হজে যাবেন, ভিসা পাননি। তারেক রহমান ভিসা পাননি। কেমনে পাবেন? তাঁরা তো এখন পৃথিবীর মানুষের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে কারণে তাঁদের ভিসা দেয়নি। খালেদা জিয়ার বিচার টাইব্যুনালে করা হবে। এটা জনগণের দাবি ছিল। সেই দাবি সরকার পালন করছে।
মন্ত্রী আজ রোববার বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নৌমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন দেশ উন্নয়নের পথে যাবে। একসময় ফেরি স্বল্পতা ছিল, এখন তা নেই। গত দুই বছরে সরকার ১৭টি ফেরি নির্মাণ করেছে। এই ঘাটে আগামীতে ফেরি গাড়ির জন্য অপেক্ষা করবে।
এ সময় মন্ত্রী আরো বলেন, আগামীতে নৌ দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জনপ্রতি দেড় লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
পাটুরিয়াঘাট ট্রাক টার্মিনালে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে গত ২২ ফেব্রুয়ারি পাটুরিয়াঘাটের কাছে এমভি মোস্তফা লঞ্চ দুর্ঘটনায় নিহত ৮০ জনের পরিবারের মধ্যে বাকি ৩২ জন পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক, পুলিশ সুপার মাহাফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম।