কুড়িগ্রামে দিনে-দুপুরে দেড়শ ভরি স্বর্ণালঙ্কার চুরি!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/07/30/photo-1501353105.jpg)
কুড়িগ্রাম শহরে এস বি অলংকার নামের একটি স্বর্ণের দোকান থেকে দেড়শ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে শহরের আদর্শ পৌর বাজার এলাকার ওই স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে ওই দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে তারা দোকানের কলাবসিবল গেট খোলা রেখে, সাটারে তালা লাগিয়ে শহরের সবুজপাড়া এলাকার বাসায় খেতে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দোকানের তালা খুলে চুরির ঘটনা টের পায়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, তারা বিকেলে অপরিচিত কয়েকজন যুবক বন্ধ ওই স্বর্ণের দোকানের সামনে প্লাস্টিকের ত্রিপল মেলিয়ে আবার তা ভাঁজ করতে দেখে। এ সময় ত্রিপলের আড়াল থেকে সাটারের নীচ দিয়ে দোকানের ভিতরে ঢুকে এ ঘটনা ঘটাতে পারে।
এস বি অলংকারের মালিক সুবোধ কুমার বণিক জানান, দোকানে থাকা প্রায় দেড়শ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। যার দাম ৭০ লাখ টাকার বেশি।
এদিকে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে দোকানের কর্মচারীসহ পাশের দুই ফল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় তারা।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, স্বর্ণের দোকানে চুরির ঘটনার তদন্ত চলছে। দোকানের ভেতর থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজন চোরকে স্বর্ণালংকার নিয়ে ব্যাগে ভরতে দেখা গেলেও কালো রংয়ের মুখোশ পরা থাকায় তাকে চেনা যায়নি।
অপরাধীদের আটক করতে দোকানের কর্মচারী ও পাশ্ববর্তী ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি সোবহান।