চেকপোস্টে সিগন্যাল না মানায় র্যাবের গুলি, নিহত ১

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হোসাইন শিকদার লিপটন (৪২)। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
র্যাব-৬-এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম দাবি করেন, সম্প্রতি মাওয়া মহাসড়কে কয়েকটি স্থানে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটায় র্যাব কাহালপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ভোররাত সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন লোক গোপালগঞ্জ থেকে বাগেরহাটের দিকে আসছিল।
‘র্যাব সদস্যরা চেকপোস্টে তাদের চ্যালেঞ্জ করে। নির্দেশ অমান্য করে প্রথম মোটরসাইকেলটি চেকপোস্ট অতিক্রম করে চলে যায়। পরেরটিও নির্দেশ অমান্য করে চলে যাওয়ার সময়ে র্যাব গুলি করে।’
র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘এতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে।’
এ ব্যাপারে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে র্যাব জানায়।